বৈঠকে বাংলাদেশ শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে সরব হতে পারে ধরে নিয়ে নিজেদের অবস্থান চূড়ান্ত করছে ভারত। তিনদিন আগে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস জাতির উদ্দেশে দেওয়া ভাষণে হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের আশ্বাস দিয়েছেন। মনে করা হচ্ছে, আগামী মাসের আলোচনায় হাসিনার প্রত্যপর্ণ নিয়ে বিশেষভাবে আলোচনার দাবি জানাবে বাংলাদেশ। ভারত ও বাংলাদেশের বিদেশ সচিব যথাক্রমে বিক্রম মিশ্রি ও জসিম উদ্দীন বৈঠকে নেতৃত্ব দেবেন।
